যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার অটোমান বাহিনীর হাতে ১৫ লাখের বেশি আর্মেনীয় হত্যাকাণ্ডকে গণহত্যা বলে ঘোষণা দিয়েছেন। শনিবার তিনি এই স্বীকৃতি দেন।
বাইডেন দাবি করেন, অটোমান সাম্রাজ্যের সময় গণহত্যায় যেসব আর্মেনীয় মারা গেছেন, আমরা তাদের স্মরণ করছি। এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
তার মতে, যা ঘটেছে তা যেন আর কখনও না ঘটে, সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে চাই। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে অটোমান সাম্রাজ্যে ১৯১৫-১৯১৭ সাল সময়-পর্বে ১৫ লাখের বেশি আর্মেনীয়কে হত্যা করা হয়েছিল।
উল্লেখ্য, এর আগে উরুগুয়ে, ফ্রান্স, জার্মানি, কানাডা ও রাশিয়া ওই ঘটনাকে গণহত্যাকে বলে স্বীকৃতি দেয়। এবার যুক্তরাষ্ট্রও সে পথে হাঁটলো। যদিও এ নিয়ে তুরস্কের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২১
নিউজ ডেস্ক