ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন তহবিল ইসরায়েলি আগ্রাসনে ব্যবহার হতে পারে না: কোরি বুশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ১৬, ২০২১
মার্কিন তহবিল ইসরায়েলি আগ্রাসনে ব্যবহার হতে পারে না: কোরি বুশ ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য প্রয়োজনীয় সমর্থন দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সদস্য কোরি বুশ।  

ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের মুখে এই আহ্বান জানান তিনি।

 

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে এ তথ্য জানায়।

কোরি বুশ বলেছেন, মার্কিন নাগরিকদের ট্যাক্সের অর্থ নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসনের জন্য তহবিল হিসেবে ব্যবহৃত হতে পারে না। আমরা যুদ্ধ-বিরোধী, আমরা দখলদারিত্বের বিরোধী এবং আমরা বর্ণবাদ বিরোধী।

কোরি বুশ/ ছবি: সংগৃহীত

এক টুইট বার্তায় কোরি বুশ আরও জানিয়েছেন, কৃষ্ণাঙ্গদের জীবন রক্ষার আন্দোলন আর ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত।
আফ্রো-আমেরিকান এ নারী মিসৌরির ফার্স্ট কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

ইসরায়েলের হামলায় ইতোমধ্যে ফিলিস্তিনে ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যারমধ্যে ৪১ জন শিশু। অপরদিকে ইসরায়েলে হামাসের রকেট হামলায় প্রাণ গেছে ১০ জনের।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মে ১৬, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।