ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাপুয়া নিউগিনিতে ফেরিডুবি, ২০০ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, ফেব্রুয়ারি ২, ২০১২
পাপুয়া নিউগিনিতে ফেরিডুবি, ২০০ জন উদ্ধার

পাপুয়া নিউগিনি: পাপুয়া নিউগিনির উত্তর-পূর্ব উপকূলে ৩৫০ জন আরোহী নিয়ে ফেরি ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকর্মীরা ২০০ জনকে জীবিত উদ্ধার করেছে।



দেশটির ন্যাশনাল মেরিটাইম অথরিটি (এনএমএসএ) জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে এমভি রাবাইল কুইন নামে ফেরিটি পাপুয়া নিউগিনির উপকূলীয় শহর লি ও কিমবিতে ভ্রমণের সময় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ বিপদসংকেত পায়। সঙ্গে সঙ্গে তারা উদ্ধারের জন্য ছুটে যায়।

পাপুয়া নিউগিনির উদ্ধারকারী দলের কো-অর্ডিনেটার নুরুর রহমান জানিয়েছেন, ‘উদ্ধারকাজে সাহায্যের জন্য অস্ট্রেলিয়া ঘটনাস্থলে ৪টি জাহাজ পাঠিয়েছে। এখনো পর্যন্ত ২০০ জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিটিতে ৩৫০ জন আরোহী ছিল বলে শুনা যাচ্ছে। তবে আমি নিশ্চিত নই। ’

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড প্রতিবেশী পাপুয়া নিউগিনির এ ফেরি ডুবির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একে মর্মান্তিক দুর্ঘটনা বলে আখ্যায়িত করে উদ্ধারকাজে সবধরনের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

উদ্ধার কাজ চলছে। সুর্যাস্তের আগে পর্যন্ত চলবে বলে জানিয়েছেন নুরুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।