ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পিতৃত্বের দাবি মেটাতে না পেরে আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, ফেব্রুয়ারি ২, ২০১২
পিতৃত্বের দাবি মেটাতে না পেরে আত্মহত্যা!

মুম্বাই: অসহ্য ডায়াবেটিস আর বেকারত্বের হতাশা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। আত্মহত্যার আগে দুই শিশু সন্তানকেও হত্যা করেছেন তিনি।



এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ৪২ বছর বয়সী এক ব্যক্তি তার দুই শিশু সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন।

পুলিশ বলেছ, ‘ডায়াবেটিসের রোগী এবং বেকার সন্তোষ আলকারকে (৪২) গত বুধবার বিকেলে নিজ বাসভবনে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার বোন দেখতে পান। পরে পুলিশে খবর দেন। ’

ওই ব্যক্তির শিশু সন্তান সুনিল (১০) ও মিতালিকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আলামত দেখে মনে হচ্ছে, তাদের হত্যা করা হয়েছে।

আলকার একটি সুইসাইড নোট রেখে গেছেন। তাতে লেখা রয়েছে- অসুস্থতা এবং স্ত্রী রাধা ও দুই শিশু সন্তানের ইচ্ছা পূরণে ব্যর্থতার হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। স্ত্রী রাধা নগররাষ্ট্র সিংগাপুরে গৃহপরিচারিকার কাজ করেন।

আন্ধেরি পুলিশ স্টেশনের জ্যেষ্ঠ পরিদর্শক প্রদীপ গোসাবি জানিয়েছেন, রাধা কিছুদিন আগে সিংগাপুরে গেছেন। তিনি সেখান থেকে স্বামী সন্তানদের জন্য নিয়মিত টাকা পাঠান।

আলকার তার সন্তানদের দেখাশুনা করতেন। তারা একটি স্কুলে পড়ত।

সুইসাইড নোটে আলকার তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, সংসার চালানোর জন্য রাধা কঠোর পরিশ্রম করেন। নিজের অসুস্থতা আর বেকারত্বের কারণে পরিবারকে আর্থিক সহায়তা করতে না পারায় ক্ষমা চেয়েছেন আলকার। তিনি লিখেছেন, দুই সন্তানকেও হত্যা করছেন কারণ তার অনুপস্থিতিতে তাদের দেখাশুনা করার কেউ থাকবে না।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।