ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতের কাছে তেল বিক্রির টাকা রুপিতেই নেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, ফেব্রুয়ারি ২, ২০১২
ভারতের কাছে তেল বিক্রির টাকা রুপিতেই নেবে ইরান

নয়াদিল্লি: ভারতের কাছে রপ্তানিকৃত তেলের মূল্যের ৪৫ শতাংশ ভারতীয় রূপিতে নিতে সম্মত হয়েছে ইরান। কলকাতাভিত্তিক ইউসিও ব্যাংকের মাধ্যমে এই লেনদেন করবে ভারত।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিযে এতথ্য জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র।

ইরানের কাছ থেকে চীনের পর সবচেয়ে বেশি তেল কেনে ভারত। ভারতের মোট তেলের চাহিদার ১২ শতাংশই ইরান থেকে সংগ্রহ করে তারা। যার ফলে ভারতকে বাৎসরিক প্রায় ১২শত কোটি ডলার গুনতে হয়।

গত মাসে ইরান এবং ভারত সরকারের মধ্যে তেল আমদানি-রপ্তানি সংক্রান্ত এক সমঝোতা হয়। সেই সমঝোতা মোতাবেক ভারত তার কেন্দ্রীয় ব্যাংক মারফত ইরানকে অর্থ প্রেরণ করবে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের ফলে ভারত সরকারকে বেশ বেকায়দায় পরতে হয়।

বিগত ১৩ মাস ইরানকে তেলের মূল্য দেওয়ার ক্ষেত্রে ভারতকে বেশ সমস্যার মধ্যেই পরতে হয়। ভারত বর্তমানে দৈনিক তিন লাখ পঞ্চাশ হাজার থেকে চার লাখ ব্যারেল তেলের মূল্য তুরস্কের হক ব্যাংকের মাধ্যমে ইরানকে পরিশোধ করছে।

এদিকে ইরানের দুইটি ব্যাংক ভারতে তাদের শাখা খোলার জন্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কাছে অবেদন করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।