ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ার বোকো হারামের ‘মুখপাত্রকে’ আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, ফেব্রুয়ারি ২, ২০১২
নাইজেরিয়ার বোকো হারামের ‘মুখপাত্রকে’ আটক

আবুজা: নাইজেরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গ্রুপ বোকো হারামের কথিত মুখপাত্রকে আটক করেছে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা।

নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এক ব্যক্তিকে আটক করা হয়েছে যিনি নিজেকে বোকো হারামের মুখপাত্র বলে নিজেকে দাবি করেন।

এর আগে একাধিক হামলার ঘটনায় সংগঠনের হয়ে একাধিকবার বিবৃতি দিয়েছেন তিনি।

স্টেট সিকুরিটি সার্ভিসেস’র (এসএসএস) একটি সূত্র জানিয়েছে, আবু বাকা নামের এক ব্যক্তিকে উত্তরাঞ্চলীয় কাদুনা শহর থেকে আটক করা হয়েছে।

সূত্র বলেছে, ‘আমরা এখনো তার সঙ্গে কথা বলছি। নিজেকে তিনি বোকো হারামের মুখপাত্র দাবি করলেও নিশ্চিত হওয়ার জন্য তার সঙ্গে কথা বলা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। বারবার অবস্থান পরিবর্তনের কারণে তাকে আটক করা যাচ্ছিল না। ’

এসএসএস’র বোরনো প্রদেশের পরিচালক আহমেদ আবদুল্লাহ জানিয়েছেন, মোবাইল ফোনের সংকেতের সূত্র ধরে তার অবস্থান সনাক্ত করা হয়েছে।

আটক ব্যক্তি নাইজেরিয়ার নাগরিক। তবে তিনি নিজের নাম বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবি, তিনি সাংবাদিক এবং বোকো হারামের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতেন।

কানো শহরে গত ২০ জানুয়ারি সমন্বিত হামলায় কমপক্ষে ১৮৫ জন নিহত হওয়ার ঘটনার পরই বোকো হারামের মুখপাত্র আটক হওয়ার খবর এল।

সম্প্রতি নাইজেরিয়াতে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। এসব হামলার জন্য ইসলামপন্থী বোকো হারামকেই দায়ী করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।