ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বান কি মুনের গাড়ি লক্ষ্য করে জুতা নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, ফেব্রুয়ারি ২, ২০১২
বান কি মুনের গাড়ি লক্ষ্য করে জুতা নিক্ষেপ

জেরুজালেম: ইসরায়েল থেকে গাজা উপত্যকায় যাওয়ার পথে জাতিসংঘ মহাসচিবের গাড়ি বহরে জুতা নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিবাদকারীরা।

প্রতিবাদকারীদের মধ্যে অনেকেই ছিলেন ইসরায়েলের জেলে বন্দি ফিলিস্তিনিদের আত্মীয়-স্বজন।

তাদের ভাষ্য মতে, বন্দি সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে বান কি মুন অস্বীকৃতি জানিয়েছেন বলে এই প্রতিবাদ।
 
যে পথ দিয়ে বান কি মুনের গাড়ি বহর যাচ্ছিল সেই পথে সারবিদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। তাদের মধ্যে অনেকেই গাড়ি বহরে জুতা ছুড়ে মারে। এসময় প্রতিবাদকারীরা  ‘ইসরায়েলের প্রতি যথেষ্ট পক্ষপাতদুষ্ট’  লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিল।
 
উল্লেখ্য, শান্তি আলোচনা ফের শুরু করার লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব সফর এই অঞ্চল করছেন। বান তার সফর শুরু করেন ইসরায়েল থেকে।  

একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইসরায়েল হয়ে গাজার ইরেজ ক্রসিং পার হওয়ার সময় ৪০ থেকে ৫০ জনের একদল প্রতিবাদকারী ওই গাড়ি বহরে ওপর জুতা নিক্ষেপ করে। প্রতিবাদকারীরা এসময় মানববন্ধন করে গাড়ি বহরটিকে থামানোর
চেষ্টা করে। কিন্তু হামাসের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়।

পরে অবশ্য গাড়িবহরটি নিরাপদেই খান ইউনুসের দিকে চলে যায়। সেখানে একটি স্কুল এবং জাপানের অর্থায়নে পরিচালিত একটি গৃহায়ণ প্রকল্প পরিদর্শন করেন বান কি মুন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।