ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনায় আরো ৪১৫৭ জনের মৃত্যু, টেস্টে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মে ২৬, ২০২১
ভারতে করোনায় আরো ৪১৫৭ জনের মৃত্যু, টেস্টে রেকর্ড

ভারতে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৭ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এসময়ে শনাক্ত হয়েছে আরো ২ লাখ ৮ হাজার জন।

সোমবার (২৪ মে) এ তথ্য জানায় এনডিটিভি।

করোনা মহামারি শুরুর পর থেকে ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। একদিনে পরীক্ষা করেছেন ২২ লাখ ১৭ হাজার ৩২০ জন।

মৃত্যু ও শনাক্তে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এদিনও রাজ্যটিতে মারা গেছে ১১৩৭ জন। কর্নাটক, কেরালা ও তামিলনাড়ুর অবস্থান এর পরে।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়ার পর ভারতে এ ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ১১ হাজার ৩৮৮ জনের। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ২৬, ২০২১
এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।