ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে রাজনৈতিক ধড়পাকড় অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, জুন ১, ২০২১
হংকংয়ে রাজনৈতিক ধড়পাকড় অব্যাহত

এক বছর আগে চীনের আরোপ করা জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়ন অব্যাহত রেখেছে হংকং কর্তৃপক্ষ। তথাকথিত আইন ভাঙার অভিযোগে ধড়পাকড় চলছে এখনও।

 

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হংকং কর্তৃপক্ষ ২০১৯ সালের জুন থেকে এ বছরের মার্চের মধ্যে দশ হাজার মুনুষকে গ্রেফতার করেছে।  

রয়টার্স জানিয়েছে, হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাই ২০১৯ সালের আগস্টে গণতন্ত্রপন্থী সমাবেশে তার ভূমিকার জন্য এক বছরেরও বেশি কারাদণ্ড ভোগ করছেন। ২০১৯ সালের ১ অক্টোবর পৃথক সমাবেশের জন্য আজ তাকে ১৪ মাসের নতুন সাজা দেওয়া হয়েছে। লাই এখন মোট ২০ মাসের কারাদণ্ডের সম্মুখীন।

হংকংয়ের নিরাপত্তা প্রধান জন লি বলেছেন, জিমি লাইয়ের সঙ্গে কোনো ব্যাংক লেনদেন করলে তাদের কর্মচারীদের জরিমানা এবং সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এক্টিভিস্ট সাং কিন-শিং রয়টার্সকে বলেন, আমরা সবাই এখন কারাগারে আটকা পড়েছি, যেখানে মত প্রকাশের স্বাধীনতা অনুমোদিত নয়।  

চীনের ওই আইন গত মার্চে আনুষ্ঠানিক অনুমোদন দেয় হংকংয়ের আইন পরিষদ।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।