ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আগুন লেগে ডুবে গেল ইরানের সবচেয়ে বড় রণতরী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১১, জুন ৪, ২০২১
আগুন লেগে ডুবে গেল ইরানের সবচেয়ে বড় রণতরী 

ঢাকা: ওমান উপসাগরে বুধবার আগুন লেগে ডুবে গেছে ইরানের নৌবাহিনীর সর্ববৃহৎ রণতরী। স্থানীয় সময় দিবাগত রাত ২টা ২৫ মিনিটে রণতরীটিতে আগুন লাগে।

ফায়ার ব্রিগেট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার। কিন্তু তাদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আগুনে পুড়ে ডুবে যায় ৬৭৯ ফুট দৈর্ঘ্যের রণতরীটি।  

জানা গেছে, রণতরীটিতে ৪০০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সূত্র: তুরস্কের দৈনিক হারিয়েত ডেইলি।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, জুন ৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।