ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা সংকটে ভারতের পাশে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, জুন ৫, ২০২১
করোনা সংকটে ভারতের পাশে রাশিয়া

করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতকে সমর্থন অব্যাহত রাখবে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, স্পুটনিক ভি ভ্যাকসিনের আরেকটি চালান ভারতে পাঠানো হয়েছে, কারণ রাশিয়া এই কঠিন সময়ে ভারতীয় বন্ধুদের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রিকস বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে স্পুটনিক ভি সম্পর্কিত প্রশ্নের জবাবে লাভরভ বলেন, আজ আমরা ভারতকে সহায়তা প্রদানের জন্য যে বিশাল পদক্ষেপ নিয়েছি, তার অংশ হিসাবে স্পুটনিক ভি ভ্যাকসিনের আরেকটি চালান ভারতে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, রাশিয়া এই বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ভারতীয় বন্ধুদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাশিয়ার স্পুটনিক ভি জরুরি ব্যবহার অনুমোদনের (ইইউএ) জন্য বিশেষজ্ঞ কমিটির (এসইসি) কাছ থেকে অনুমোদন পেয়েছে।  

স্পুটনিক ভি ডঃ রেড্ডির ল্যাবরেটরিজ দ্বারা ভারতে আমদানি করা হয়েছে এবং আগামী মাসগুলিতে ফার্মাসিউটিক্যাল মেজর দ্বারা স্থানীয়ভাবে উত্পাদিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ০৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।