ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ১৩২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩১, জুন ৬, ২০২১
বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ১৩২ ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট রোচে কাবোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৫ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট রোচে কাবো এক টুইট বার্তায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের। অপরাধীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের সোলহান গ্রামে রাতভর হামলায় বাড়িঘর ও দোকানপাটও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, জুন ০৬, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।