ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে স্যানিটাইজার কারখানায় আগুন, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ৭, ২০২১
মহারাষ্ট্রে স্যানিটাইজার কারখানায় আগুন, নিহত ১৮

ভারতের মহরাষ্ট্রের রাজধানী পুনের একটি স্যানিটাইজার প্রস্তুত কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুন) বিকেলে এ আগুন লাগে বলে জানায় এনডিটিভিসহ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

কারখানার ভিতরে অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে পুলিশ ও দমকলকর্মীদের আশঙ্কা।

পুনের পুলিশ সুপার অভিনব দেশমুখ বলেন, আমরা এখনও পর্যন্ত ১৮টি দেহ উদ্ধার করেছি। আশঙ্কা করা হচ্ছে কারখানার ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন।  

তিনি জানান, পুনে শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে উরাওয়াড়ে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-স্থিত ওই কারখানায় স্যানিটাইজার উৎপাদন করা হতো।

গত জানুয়ারিতে পুনের মঞ্জরী এলাকায় করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা ‘সেরাম ইনস্টিটউট অব ইন্ডিয়া’-র কারখানার একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছিল। ওই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।