ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জ্বালানি খাতে বিনিয়োগ করতে ভারতকে প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২২, জুন ১৪, ২০২১
জ্বালানি খাতে বিনিয়োগ করতে ভারতকে প্রস্তাব দিল ইরান

ঢাকা: ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের জাস্ক বন্দরে পুঁজি বিনিয়োগের জন্য ভারতকে প্রস্তাব দিয়েছে দেশটি। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগেনি এ প্রস্তাব উপস্থাপন করেছেন।

আলী চেগেনি রোববার (১৩ জুন) বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, তার দেশ হরমুজগান প্রদেশের জাস্ক বন্দরের জ্বালানি খাতে ভারত ও চীনা পুঁজি বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। খবর: পার্সটুডে

ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, ভারত এই বন্দরে তেলের কৌশলগত ভাণ্ডার স্থাপন করতে পারে। সেইসঙ্গে ভারত জাস্ক বন্দর থেকে পাইপ লাইনের মাধ্যমে ইরানের গ্যাস আমদানি করতে পারে। ভবিষ্যতে জ্বালানির বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা মাথায় রেখে এই নিরাপদ খাতে বিনিয়োগ করতে পারে নয়াদিল্লি।

আলী চেগেনি আরও বলেন, সার্বিকভাবে ইরানের জ্বালানি খাতে পুঁজি বিনিয়োগের জন্য ভারতের হাতে যথেষ্ট সুযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, জুন ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।