চীনা ঋণ পরিশোধের জন আরও এক বছর সময় চেয়েছে পাকিস্তান।
দ্য ফ্রন্টিয়ার পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ৮ জুন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে একটি চিঠি লিখেছেন।
আগামী ২৩ জুলাইয়ের মধ্যে চীনের কাছ থেকে নেওয়া এক বিলিয়ন ডলার ফেরত দেওয়ার কথা ছিল।
এর আগে পাকিস্তানের ঋণ সমস্যা বেড়ে গেলে চীন ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ পুনর্গঠন করতে অস্বীকার করে।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) অধীনে প্রতিষ্ঠিত চীন-অর্থায়নে পরিচালিত জ্বালানি প্রকল্পের ঋণের দায় থেকে মুক্ত করার জন্য ইসলামাবাদ বেইজিংকে অনুরোধ করেছে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, চীন বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনরায় আলোচনা করার জন্য ইসলামাবাদের অনুরোধে সাড়া দেয়নি।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্য অনুযায়ী, পাকিস্তানের আর্থিক ঋণ ক্রমাগত বেড়ে চলেছে। ২০২১ সালের মার্চের শেষে দেশটির মোট ঋণ ও দায়বদ্ধতা ৪৫.৪৭০ ট্রিলিয়ন রূপি। গত বছরের তুলনায় তা ৬.২ শতাংশ বেশি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২৪, ২০২১
নিউজ ডেস্ক