ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীন ঠেকাতে অস্ট্রেলিয়ায় স্থায়ী শক্তির বাহিনী রাখতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুন ২৫, ২০২১
চীন ঠেকাতে অস্ট্রেলিয়ায় স্থায়ী শক্তির বাহিনী রাখতে চায় যুক্তরাষ্ট্র

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ঠেকাতে অস্ট্রেলিয়ায় সদা প্রস্তুত একটি স্থায়ী শক্তির বাহিনী মোতায়েন রাখতে চায় যুক্তরাষ্ট্র।  

ডেইলি মেইল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পছন্দের পরবর্তী সহকারী প্রতিরক্ষা সচিব এলি র‌্যাটনার বলেছেন, চীনের মতো স্বৈরতান্ত্রিক শক্তির আগ্রাসন প্রতিহত করার জন্য মার্কিন সামরিক বাহিনীর ক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।

 

সংবাদপত্রটি জানিয়েছে, আশা করা হচ্ছে যে অস্ট্রেলিয়াকে ওই স্থায়ী বাহিনীতে যোগ দিতে বলা হবে, এল ফলে চীনের আগ্রাসন থেকে মুক্তি পাবে তাইওয়ান।  

গত সপ্তাহে ওয়াশিংটনে সিনেটের সশস্ত্র সেবা কমিটিকে র‌্যাটনার বলেন, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো, যারা বেইজিংয়ের ক্রমবর্ধমান আগ্রাসনের অগ্রভাগে রয়েছে, তাদের প্রস্তাবিত 'স্থায়ী শক্তি'তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

চীন সাম্প্রতিক সময়ে হংকং এবং তাইওয়ানের মতো অঞ্চলের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান দেখিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ২৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।