ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের লাখ লাখ শিশু অমানবিক শ্রমে জড়িত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, জুন ২৫, ২০২১
পাকিস্তানের লাখ লাখ শিশু অমানবিক শ্রমে জড়িত

পাকিস্তানের লাখ লাখ শিশু অমানবিক ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত বলে জানিয়েছে দেশটির সিন্ধ প্রদেশের অন্যতম প্রধান সংগঠন। সংগঠনটি দাবি করেছে, শ্রম এবং শিশুদের অধিকার সম্পর্কিত মূল প্রাদেশিক বিধিমালা বাস্তবায়ন না করার কারণে এমনটা হয়েছে।

 

ডন জানিয়েছে, শিশু শ্রমের বিরোধী দিবসে হারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এইচডব্লিউএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিন্ধে প্রায় ৬৪ লাখ শিশু স্কুল থেকে ঝরে পড়ে শ্রমে নিয়োজিত রয়েছে।  

এইচডব্লিউএ তুলে ধরেছে, ১৫ বছরের কম বয়সী শিশুরা চুড়ি, ইটভাটা, মৎস্য, অটো ওয়ার্কশপ, তুলা বাছাই এবং মরিচ বাছাইয়ের মতো কাজ করে। সেখানে তারা শোষণ ও নির্যাতনের শিকার হলেও শ্রম পরিদর্শক, সমাজ কল্যাণ কর্মকর্তা এবং শিশু সুরক্ষা কর্মকর্তারা তাদের কাছে পৌঁছায় না।  

করোনা মহামারি কর্মজীবী শিশু এবং তাদের পরিবারের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে।  

সিন্ধ প্রদেশে শিশু শ্রমের বিরুদ্ধে আইন বাস্তবায়ন না করায় এইচডব্লিউএ সরকার এবং এজেন্সিগুলির সমালোচনা করেছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, প্রায় ১২.৫ মিলিয়ন শিশু কারখানা, ক্ষেত, পরিবার এবং খনি এমনকি চুড়ি তৈরির মতো বিপজ্জনক খাতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ২৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।