অনেক লড়াইয়ের পর জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার দূর-দূরান্তের পার্বত্য এলাকার কৃষকরা সেচের জন্য পানি পেয়েছেন। জেলা প্রশাসন তাদের জমিতে সেচের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করেছে।
জানা গেছে, সেচ সুবিধা পাওয়ার পর জেলার কৃষকরা ধান এবং ভুট্টা চাষ করছেন।
ছোট্ট খালের মাধ্যমে সেখানে চাষের জন্য যথাযথ পানি সরবরাহ করা হচ্ছে।
সেখানকার এক কৃষক বলেন, আমরা ছোট খালের সাহায্যে চাষের জন্য যথাযথ পানি সরবরাহ পাচ্ছি। আগে পানির অভাব ছিল। কিন্তু এখন তা আর নেই।
তিনি বলেন, আমাদের জমিতে সেচের জন্য পানির ব্যবস্থা করায় আমরা সরকার ও বিভাগের কাছে সত্যিই কৃতজ্ঞ।
রাজৌরির প্রধান কৃষি কর্মকর্তা মহেশ ভার্মা বলেন, এখানে এবার ৪৪ হাজার হেক্টর এলাকায় ভুট্টা চাষ করা হচ্ছে। প্রায় ৪ হাজার কুইন্টাল হাইব্রিড বীজ ভুট্টা কৃষকদের বিতরণ করা হয়েছে। তারা পনি সরবরাহ পাচ্ছেন। আমরা কৃষকদের কাছে ডাল চাষের আবেদন জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ২৬, ২০২১
নিউজ ডেস্ক