ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের জন্য মানবাধিকারই প্রধান ইস্যু: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, জুন ২৬, ২০২১
চীনের জন্য মানবাধিকারই প্রধান ইস্যু: ইইউ

মানবাধিকার নিয়ে চীনের যে রেকর্ড, তাই মূলত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্বের মূল কারণ বলে মনে করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন।  

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর ইইউয়ের নির্বাহী প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা শক্তিশালী অর্থনৈতিক প্রতিযোগী, কোন প্রশ্ন ছাড়াই এবং এর জন্য আমাদের সরঞ্জাম প্রয়োজন।

আমাদের ডিজিটাল বাজারের মধ্যে নিরাপত্তার জন্য সরঞ্জাম প্রয়োজন। উদাহরণ হিসেবে ৫জির কথা বলা যায়। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রয়োজন।  

তিনি বলেন, যখন সিস্টেমের কথা আসে, তখন এটি মানবাধিকার এবং মানবিক মর্যাদা ... এটাই প্রধান বিষয় যা স্পষ্টভাবে আমাদের বিভক্ত করে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।