ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইগুরদের প্রতি চীনের আচরণ গণহত্যার সমান: চেক সিনেট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০২১
উইগুরদের প্রতি চীনের আচরণ গণহত্যার সমান: চেক সিনেট

উইগুর মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি চীনা সরকারের আচরণকে ‘গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের’ সমান বলে চিহ্নিত করে একটি প্রস্তাবে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে চেক সিনেট।

শতভাগ ভোটে অনুমোদিত এই প্রস্তাবে "মানবাধিকার ও স্বাধীনতার ব্যাপক লঙ্ঘন, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ, জাতিগত বৈষম্য এবং সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় দমন" নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রস্তাবে চেক সরকারকে আসন্ন বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের আহ্বান জানানো হয়েছে।  

প্রস্তাবের সমর্থকরা দাবি করেছেন, এর জন্য বেলজিয়াম সরকারকে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতা অনুযায়ী এই অপব্যবহারগুলো প্রতিরোধের জন্য পদক্ষেপ নিতে হবে।

এর আগে যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডসসহ কয়েকটি দেশ উইগুরদের প্রতি চীনের আচরণকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে।  

চেক সিনেটর এবং চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের সহ-সভাপতি পাভেল ফিশার বলেছেন, চীনা সরকার উইগুর, তিব্বতী এবং অন্যান্যদের ওপর সবচেয়ে নির্মম নির্যাতন চালানোর সময় আমরা চুপ থাকতে পারি না।

বেলজিয়ামের সংসদ সদস্য এবং চীন সম্পর্কিত আন্তঃসংসদীয় জোটের সহ-সভাপতি স্যামুয়েল কোগোলাতি বলেছেন, উইগুর এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে চীনা সরকার যে ভয়াবহ নির্যাতন চালিয়েছে, তাতে বিশ্ব ধীরে ধীরে জেগে উঠছে। চেক ভোট এর আরও একটি প্রমাণ।  

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুন ২৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।