ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে পুলিশের গুলিতে নিহত চার সন্দেহভাজন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুলাই ৮, ২০২১
হাইতিতে পুলিশের গুলিতে নিহত চার সন্দেহভাজন

প্রেসিডেন্টের হত্যাকারী হিসেবে সন্দেহভাজন চার জনকে গুলি করে হত্যা করেছে হাইতি পুলিশ। একইসঙ্গে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

খবর বিবিসির।

বুধবার নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস।  

দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে বাকি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে গোলাগুলির শব্দ পাওযা গেছে।  

হাইতির পুলিশ প্রধান লিয়ন চার্লস বলেছেন, হামলাকারীদের হত্যা বা গ্রেফতার করা হবে।

বুধবার স্থানীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতি তিনি আরও বলেন, ‘চার ভাড়াটে সন্দেহভাজন খুনিকে হত্যা করা হয়েছে এবং দু’জনকে গ্রেফতার হয়েছে। এছাড়া জিম্মি পুলিশের তিন সদস্যকেও উদ্ধার করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় একদল দুর্বৃত্ত অস্ত্র হাতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে ময়েসের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস। তাকে চিকিৎসার জন্য ফ্লোরিডায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।