আফগানিস্তানের যুদ্ধে পাকিস্তানের সমর্থনের নিন্দা জানিয়েছেন পশতুন নেতা মাহমুদ খান আচাকজাই। তিনি ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বলেছেন, আফগানিস্তানের যুদ্ধে সমর্থন প্রত্যাহার করুন।
পাকিস্তানের আওয়ামি ন্যাশনাল পার্টির নেতা আচাকজাই সম্প্রতি বলেন, আফগানিস্তানের স্বাধীনতাকে বিশ্বের সম্মান করা উচিত।
মাহমুদ বলেন, পাকিস্তান যদি ব্যবস্থা না নেয়, তাহলে আফগানিস্তানের যুদ্ধ শিগগিরই ইসলামাবাদে পৌঁছাবে।
আচাকজাই আরও বলেন, আফগানিস্তানের আকাশে একটি মাত্র পতাকা ওড়ানো প্রয়োজন এবং বিশ্বের উচিত আফগানিস্তানের স্বাধীনতাকে সম্মান করা।
আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য সরানোর সাথে সাথে তালেবানরা বেসামরিক নাগরিক, আফগান প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের আক্রমণ জোরদার করে। গত কয়েক সপ্তাহ ধরে তালেবানরা আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা দখল করেছে।
আফগান কর্মকর্তারা ইসলামাবাদের বিরুদ্ধে তালেবানদের বিমান সহায়তা প্রদানের অভিযোগ করেছেন। কর্মকর্তারা আরও দাবি করেছেন, আফগান বাহিনী মূল স্পিন বোল্ডক সীমান্ত এলাকাটি পুনরায় দখল করার চেষ্টা করলে পাকিস্তান প্রত্যাঘাতের হুমকি দিয়েছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে বিভিন্ন দেশ ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা কাজ করছে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
নিউজ ডেস্ক