ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় আবারও শুরু হতে পারে আরব লীগ মিশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, ফেব্রুয়ারি ৯, ২০১২
সিরিয়ায় আবারও শুরু হতে পারে আরব লীগ মিশন

বন: সিরিয়ায় আবারও আরব লীগের মিশন শুরু হতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
 
বান কি মুন বলেন, আরব লীগ আবারও সিরিয়াতে মিশন পরিচালনা করতে যেতে পারে।

দামেস্ক যাতে তার জনগণের ওপর হামলা বন্ধ করে সেবিষয়ে এখনও আলোচনার সুযোগ আছে।

আন্তর্জাতিক বিশ্ব চীন এবং রাশিয়ার ভেটোর পর নতুন উপায়ে সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সিরিয়ার সরকারি বাহিনী এখনও অব্যাহতভাবেই দেশটির জণগনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহেই সিরিয়ার সেনাবাহিনী হোমসে মর্টার হামলা চালায়। এই হামলায় ৫০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে বলে জানায় যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।

জাতিসংঘে বক্তব্য দানকালে বান কি মুন আরও বলেন, আমার ভয় হচ্ছে যে পরিস্থিতি আমরা সিরিয়াতে দেখেছি তার চেয়েও না আরও খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। আরব লীগ প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি প্রয়োজনে আবারও সিরিয়াতে মিশন পরিচালনা করার জন্য প্রস্তুত।
 
গত মাসেই আরব লীগের পরিদর্শক দল সিরিয়াতে বিতর্কিত হওয়ার কারণে মিশনের সময় শেষ হওয়ার আগেই চলে আসে।

বান কি মুন আরও বলেন, আমারা পরিষদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে দেখছি কি করা যায়। সিরিয়ার অবস্থার উন্নয়নের জন্য যা করতে হয় তাই করতে আমরা প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।