ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কানাডায় জনসংখ্যা বৃদ্ধি হার বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, ফেব্রুয়ারি ৯, ২০১২
কানাডায় জনসংখ্যা বৃদ্ধি হার বাড়ছে

অটোয়া: গত পাঁচ বছর ধরেই কানাডায় ৫ দশমিক ৯ শতাংশ হারে জনসংখ্যা বাড়ছে। নতুন অভিবাসী এবং অস্থায়ী বাসিন্দাদের কারণে দেশটির পশ্চিমাঞ্চলে জনসংখ্যা বাড়ছে বলে জানানো হয়।

গত বুধবার কানাডার পরিসংখ্যান অধিদপ্তর থেকে প্রকাশিত এক রির্পোটে বলা হয়, কানাডার বিভিন্ন অঞ্চল থেকে চাকরি প্রার্থীরা দেশটির পশ্চিম দিকে চলে যাচ্ছে। ফলে ওই এলাকার জনসংখ্যা দিন দিন বাড়ছে।

দেশজুড়ে ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায় ৬ শতাংশ। যেখানে আগের পাঁচ বছরে এই হার ছিল ৫ দশমিক ৪ শতাংশ।

পরিসংখ্যান দফতরের তথ্য অনুয়ায়ী, উভয় সময়ে কানাডার এই জনসংখ্যা বৃদ্ধির হার ছিল অন্য আটটি দেশের চেয়ে বেশি।
পরিসংখ্যানে বলা হয়, গত দশ বছরে যে পরিমাণ অভিবাসী কানাডায় প্রবেশ করেছে তার চেয়ে কম মানুষ কানাডা ত্যাগ করেছে। যা দেশটির দুই-তৃতীয়াংশ জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী। আর বাকি এক-তৃতীয়াংশ মানুষ প্রাকৃতিক নিয়মে জন্ম-মৃত্যুর ফলে বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যানের তথ্যানুযায়ী, পাঁচ বছর পূর্বে ২০০৬ সালে কানাডার জনসংখ্যা ছিল ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৯৭ জন। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৬৮৮ জন।

জনসংখ্যার মধ্যে ৩৫ শতাংশ বাস করে টরন্টো, মন্ট্রিল এবং ভ্যানকুভারে।

ভ্যানকুভারে জনসংখ্যা বৃদ্ধির হার ৯ দশমিক ৩ শতাংশ এবং টরন্টোতে বৃদ্ধির হার ৯ দশমিক ২ শতাংশ। অন্যদিকে মন্ট্রিলে এই বৃদ্ধির হার ৫ দশমিক ২ শতাংশ।

তবে এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি পশ্চিম দিকের শহরগুলোতে। খনিজ সম্পদের কারণে কানাডার অন্যান্য অঞ্চলের মানুষের এই দিকে নজর বেশি। কানাডার সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির শহরের মধ্যে রয়েছে কালগারি এবং এডমন্টন।

কালগারির জনসংখ্যা বৃদ্ধির হার ১২ দশমিক ৬ শতাংশ। একই সময়ে এডমন্টনের বৃদ্ধির হার ১২ দশমিক ১ শতাংশ।

এই প্রথমবারের মতো কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের চেয়ে কানাডার পূর্বাঞ্চলীয় এলাকার জনসংখ্যা বৃদ্ধির হার বেশি।

পশ্চিমাঞ্চলীয় শহর অন্টারিওতে কানাডার মোট জনসংখ্যার ৩৮ দশমিক ৪ শতাংশ মানুষ বাস করে। এদের মধ্যে ৩০ দশমিক ৭ শতাংশ মানুষ বাস করে অন্টারিওর পশ্চিম অংশে। তুলনামুলকভাবে ৩০ দশমিক ৬ শতাংশ মানুষ বাস করে কিউবেক এবং আটলান্টা প্রদেশে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।