ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাবার হৃদরোগ থাকলে ছেলের ঝুঁকি বেশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, ফেব্রুয়ারি ৯, ২০১২
বাবার হৃদরোগ থাকলে ছেলের ঝুঁকি বেশি

ঢাকা: হৃদরোগ বংশগত হতে পারে এটা অনেক আগে থেকেই প্রমাণিত। তবে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশেষ জিন ছেলেদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

আর এটা বাহিত হয় ‘y’ ক্রোমোসোমের মাধ্যমে। এই ক্রোমোসোম শুধু পুরুষেরই থাকে। একারণে ছেলের হৃদরোগের জন্য বাবার ভূমিকা বেশি থাকতে পারে।

একদল ব্রিটিশ বিজ্ঞানীর সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উদঘাটিত হয়েছে। প্রজননের সময় বাবার হৃদরোগের জিনবাহী শুক্রাণুর দ্বারা মায়ের ডিম্বাণু নিষিক্ত হয়ে সৃষ্ট পুরুষ শিশুর ভ্রুণে এই রোগ বাহিত হতে পারে। এর মাধ্যমে বিশেষ করে দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনী (করোনারি আর্টারি) বন্ধ হয়ে যাওয়া বা সরু হওয়া এবং কলেস্টেরল বেড়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হয়।

প্রায় তিন হাজার লোকের ডিএনএ নিয়ে পরীক্ষা করে গবেষকরা দেখেছেন, বিশেষ বৈশিষ্ট্যবাহী y ক্রোমোসোম থাকার কারণে করোনারি আর্টারির সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ৫০ শতাংশ বেড়ে যায়।

ব্রিটেনের প্রতি পাঁচ জনের মধ্যে একজন পুরুষ তাদের পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই বিশেষ বৈশিষ্ট্যের y ক্রোমোসোম বহন করছে।

গবেষণায় আরো জানা গেছে, পুরুষেরা নারীদের চেয়ে ১০ বছর আগেই হৃদরোগে আক্রান্ত হয়। চল্লিশ বছর বয়সের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার পুরুষের ক্ষেত্রে প্রতি দু’জনে একজন হলেও নারীদের ক্ষেত্রে প্রতি তিন জনে একজন।

জীবনযাপন পদ্ধতি এবং উচ্চ রক্তচাপ হৃদরোগের অন্যতম কারণ হলেও গবেষণায় দেখা যায়, পুরুষদের ক্ষেত্রে বাবার কাছ থেকে প্রাপ্ত y ক্রোমোসোমও করোনারি আর্টারি সমস্যার একটি অন্যতম কারণ। করোনারি আর্টারিতে রক্তপ্রবাহ বন্ধ হয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ প্রাণ হারায়।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।