ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

শীর্ষ আল কায়েদা নেতা বদর মনসুর নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, ফেব্রুয়ারি ৯, ২০১২
শীর্ষ আল কায়েদা নেতা বদর মনসুর নিহত

ইসলামাবাদ: আল কায়েদার অন্যতম শীর্ষ নেতা বদর মনসুর পাকিস্তানে ড্রোন হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার মার্কিন ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।



সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তানের অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ উপজাতীয় অঞ্চলে আফগান সীমান্তসংলগ্ন এলাকায় এই হামলা পরিচালিত হয়।

পাকিস্তানের অভ্যন্তরে সংঘটিত বেশকিছু ভয়াবহ হামলার জন্য বদর মনসুরকে দায়ী করা হয়। এ সব হামলায় অনেক মানুষ হতাহত হয়েছে।

বদর মনসুর নিহত হওয়ার ব্যাপারে আল কায়েদার তরফে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে মনসুরের বিশ্বাসভাজনদের উদ্ধৃতি দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বদর মনসুর পাকিস্তানের শীর্ষ জঙ্গী সংগঠন হরকাত-উল-মুজাহেদিনের একজন শীর্ষ নেতা। পরে তিনি পাকিস্তানি তালেবান এবং আল কায়েদার মধ্যে নিজেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে অধিষ্ঠিত করেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।