ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়াহু নিউজে এবার বাংলা সংযোজন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, ফেব্রুয়ারি ৯, ২০১২
ইয়াহু নিউজে এবার বাংলা সংযোজন

কলকাতা: বাংলাভাষী পাঠকদের জন্য এবার বাংলায়ও সংবাদ পরিবেশন করবে ইয়াহু। বিশ্বের বৃহৎ ইন্টারনেট কোম্পানি ইয়াহু, ভারত সরকার এবং কলকাতার আনন্দবাজার পত্রিকার অংশীদারিত্বে বৃহস্পতিবার এই সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে।



কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, bengali.yahoo.com নামে এই যৌথ ব্র্যান্ড প্রতিষ্ঠা সমন্বিত সম্পাদনার সক্ষমতা বাড়াবে।

ভারতে সংবাদ পরিবেশনে হিন্দি, তামিল এবং মারাঠি ভাষার পর বাংলা ইয়াহুর সর্বশেষ সংযোজন। এতে থাকবে স্থানীয় এবং কলকাতাসহ সারাবিশ্বের রাজনীতি, খেলা ও বিনোদন বিষয়ক তাৎক্ষণিক খবরাখবর।

বিশেষ করে কলকাতার আনন্দবাজার পত্রিকার বিভিন্ন ক্রোড়পত্র থেকে নির্বাচিত লেখাগুলো ইয়াহুর বাংলা পাতায় ছাপা হবে। এছাড়া সাপ্তাহিক আয়োজনও এর মধ্যে থাকবে।

যৌথ উদ্যোগে বাংলায় সংবাদ পরিবেশনের ব্যাপারে ইয়াহুর ভারত ও দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুণ টাডাঙ্কি বলেন, ‘ইন্টারনেটে নতুন নতুন ব্যবহারকারীদের জন্য ইয়াহুতে তাদের নিজস্ব ভাষার সংস্করণ সম্প্রসারিত করার অভিযাত্রায় ইয়াহু ইন্ডিয়ায় বাংলাভাষা সংযোজন আরেকটি মাইলফলক। ’

এ ব্যাপারে আনন্দবাজারের ডিজিটাল সংস্করণের ভাইস প্রেসিডেন্ট কৌশিক ব্যানার্জি বলেন, ‘আমরা এক সঙ্গে সারা বিশ্বে ২২ কোটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটি উচ্চমানের ডিজিটাল নিউজ সেবা পৌঁছে দিতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।