ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জেলেদের জালে ৭০০০ কেজির হাঙ্গরতিমি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, ফেব্রুয়ারি ৯, ২০১২
জেলেদের জালে ৭০০০ কেজির হাঙ্গরতিমি

ইসলামাবাদ: বিশালাকৃতির একটি হাঙ্গরতিমি শিকার করেছে পাকিস্তানের জেলেরা। প্রায় ৩৬ ফুট দৈঘ্যের তিমিটির ওজন ৭ হাজার কেজি।



ধরে করাচি বন্দরে আনার পরেই শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়ে অতিকায় এই সামুদ্রিক প্রাণীটি দেখার জন্য। তিমিটি অবশ্য ইতোমধ্যে বিক্রিও হয়ে গেছে। হাজী কাসিম নামের একজন ব্যবসায়ী দুই লাখ রুপিতে এটি কিনে নিয়েছেন।

তিমিটি কেনার পর হাজি কাসিম বলেন, আসলে তিমিটির তেমন কোনো মূল্য নেই। তবুও এতোবড় মাছ সমুদ্র থেকে উপকূলে টেনে নিয়ে আসার জন্য জেলেদের উৎসাহিত করতেই তিনি এটি কিনে নিয়েছেন।

এটি আগামী তিন দিন সর্বসাধারণের প্রদর্শনীর জন্য রাখা হবে। এর পর এর মাংস মুরগীর খাবার প্রস্তুতকারী স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হবে।

এদিকে করাচি বন্দরে আনার পর জেলেরা দাবি করে, আরব সাগরে তিমিটি মৃত অবস্থায় পেয়েছে তারা।
তবে অনেকে ধারণা করছেন, জালে ধরা পরার পর তিমিটিকে হত্যা করা হয়েছে।

বন্দরে আনার পর তিমিটিকে দুটি ক্রেনের সাহায্যে টেনে তোলা হয়। এ সময় বন্দরে শতশত উৎসুক জনতা ভিড় করে।

একটি ব্রিটিশ পত্রিকা জানিয়েছে, এ যাবত ধরা পড়া হাঙ্গরতিমির সর্বোচ্চ দৈর্ঘ্য ৪১ ফুট। তবে বিজ্ঞানীদের ধারণা, এই জাতের তিমি আরও বড় হতে পারে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।