ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পরকীয়া ঠেকাও: স্বামীর বেতন যাবে স্ত্রীর অ্যাকাউন্টে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, ফেব্রুয়ারি ৯, ২০১২
পরকীয়া ঠেকাও: স্বামীর বেতন যাবে স্ত্রীর অ্যাকাউন্টে!

জাকার্তা: পুরুষদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিরুৎসাহিত করতে অভিনব নিয়ম চালূ করতে যাচ্ছে ইন্দোনেশিয়ার সরকার। মোক্ষম অস্ত্র হিসেবে বেহিসাবি টাকা খরচের লাগাম দেওয়া হচ্ছে স্ত্রীদের হাতে।

অর্থ্যাৎ সরকারি চাকুরে স্বামীদের বেতনের টাকা এখন যাবে স্ত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে।

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় গোরোনতালো প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মার্চ থেকে এই নিয়ম কার্যকর করা হবে। যাদের একাধিক সঙ্গিনী রয়েছে তাদের ক্ষেত্রে শুধু বৈধ স্ত্রীরাই এই সুযোগ পাবেন।

প্রাদেশিক সরকারের মূখপাত্র রুদি ইরাওয়ান জানান, রাজ্যের সরকারি চাকুরেদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। এতে দাম্পত্য কলহ বাড়ছে। এ ধরনের উশৃঙ্খলতা প্রতিহত করতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুখপাত্র আরো জানান, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক গভর্নরের অফিসে সরকারি চাকুরেদের বিরুদ্ধে স্ত্রীদের অসংখ্য অভিযোগ জমা পড়েছে। সরকারি চাকুরেরা সংসার খরচ চালানোর জন্য স্ত্রীদের যৎসামান্য অর্থ দেয় আর বাকি টাকার কোনো হদিস থাকে না- এটাই স্ত্রীদের অভিযোগ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।