মেক্সিকো সিটি: মেক্সিকোর নৌসেনারা দুটি পৃথক গণকবর থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করেছে। মেক্সিকোর কুখ্যাত মাদকচক্র জেতাস গ্যাংয়ের এক আটক সদস্য নৌসেনাদের ভেরাক্রস প্রদেশে অবস্থিত এই গোপন গণকবর দু’টির সন্ধান দেন।
রাজ্যের দক্ষিণাঞ্চলের আকুয়াকান শহরের কাছে দু’টি র্যাঞ্চ থেকে গলিত মৃতদেহগুলো মাটি খুঁড়ে বের করে নৌসেনারা।
বিগত কয়েক মাস ধরে ভেরাক্রস শহরে মাদক সংশ্লিষ্ট সহিংসতার পরিমাণ বেড়ে গেছে। ধারণা করা হয় মাদকচক্র জেতাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের আধিপত্য বিস্তারের লড়াইয়ের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
গত কয়েক বছরে মেক্সিকোর বিভিন্ন গণকবর থেকে কয়েকশ লাশ উদ্ধার করা হয়েছে। মাদকচক্র গুলোর আভ্যন্তরীণ বিরোধের জের ধরে এদের হত্যা করা হয় বলে জানায় সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২