চীনের ১৯টি যুদ্ধবিমান নিজেদের আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। এর মধ্যে আছে পারমাণবিক বোমা বহনে সক্ষম বিমানও।
এক বছরেরও বেশি সময় ধরে এ ধরনের অভিযোগ বার বার করে আসছে তাইওয়ান। তারা বলছে, তাইওয়ানের আকাশসীমায় বার বার চীনের বিমান বাহিনী অভিযান চালাচ্ছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ১৯টি যুদ্ধবিমান ও পরমাণু-বোমা বহনে সক্ষম বোমারু বিমান তাদের আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করেছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রোববার (০৫ সেপ্টেম্বর) যে অভিযান চালিয়েছে চীন, তাতে চারটি এইচ-৬ বোমারু বিমান ছিল। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। একই সঙ্গে সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও বহন করতে সক্ষম।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, চীনা যুদ্ধবিমানগুলোকে সতর্ক করতে নিজেদের যুদ্ধবিমান পাঠিয়েছে তাইওয়ান। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে।
তবে চীন এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তাইওয়ানকে নিজ দেশের গণতান্ত্রিক প্রদেশ মনে করে চীন। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমজেএফ