ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহানবীকে অবমাননার অভিযোগে সৌদি যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, ফেব্রুয়ারি ১০, ২০১২
মহানবীকে অবমাননার অভিযোগে সৌদি যুবক গ্রেপ্তার

কুয়ালালামপুর: ধর্মীয় অবমাননার অভিযোগে এক সৌদি নাগরিক হামজা কাশগরিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। টুইটারে ইসলামের নবী মুহম্মদের (সা:) প্রতি অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।



টুইটারে মন্তব্য প্রকাশের পর সৌদিজুড়ে হামজার বিরুদ্ধে অনলাইনে বিক্ষোভ এবং বিচারের দাবিতে জনগণ সোচ্চার হয়। প্রাণভয়ে নিউজিল্যান্ডে পালিয়ে যাওয়ার পথে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার হন। তিনি একজন কলাম লেখক বলেও জানা গেছে।

শুক্রবার মালয়েশিয়া পুলিশের একজন মূখপাত্র এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ইন্টারপোলের সদস্য রাষ্ট্র হিসেবে সংস্থাটির বাধ্যবাধকতা অনুসারে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানান তিনি।

তবে হামজাকে বিচারের জন্য সৌদি আরবে ফেরত পাঠানো হবে কি না তা সুস্পষ্ট করে জানায়নি পুলিশ। সৌদির সঙ্গে মালয়েশিয়ার কোনো প্রত্যর্পণ চুক্তিও নেই।

সৌদি আরবের ধর্মীয় নেতারা হযরত মুহম্মদকে (সা.) অবমাননা করার অপরাধে তার মৃত্যুদণ্ডের শাস্তি দাবি করেছেন।

ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইন অনুযায়ী সৌদি আরবে ইসলাম ধর্মের অবমাননার শাস্তি  মৃত্যুদণ্ড। দেশটিতে কঠোর শরিয়া আইন চালু রয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি আরবি ১২ রবিউল আউয়াল মুসলিম বিশ্বে হযরত মুহম্মদের (সা.) জন্মদিন পালনের সময়ই ২৩ বছর বয়সী ওই যুবক টুইটারে বির্তকিত মন্তব্যটি পোস্ট করেন। এর পরপরই  টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিক্ষুব্ধ ইন্টারনেট ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।