ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালদ্বীপে জাতিসংঘের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, ফেব্রুয়ারি ১০, ২০১২
মালদ্বীপে জাতিসংঘের প্রতিনিধি দল

মালে: চলমান রাজনৈতিক সঙ্কটের প্রেক্ষিতে জাতিসংঘের একটি প্রতিনিধিদল মালদ্বীপে এসেছে। প্রতিনিধি দলের বরাত দিয়ে শুক্রবার সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির সদ্য পদত্যাগী প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই তারা মালদ্বীপ এসেছেন।



বিরোধী দলের আন্দোলন এবং পুলিশ সদস্যদের বিদ্রোহের মূখে মালদ্বীপে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নাশিদ গত মঙ্গলবার পদত্যাগ করেন। নাশিদ অবশ্য একে সুস্পষ্ট অভ্যুত্থান বলে বর্ণনা করেছেন। বন্দুকের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাশিদ। সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাদে ওয়াহিদের পদত্যাগ দাবি করেছেন তিনি।

গত বুধবার নাশিদের সমর্থকরা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যে নাশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোওয়ানা জারি করেছেন আদালত।

তবে নাশিদ এখনও রাজধানী মালেতে তার বাড়িতে সমর্থক পরিবেষ্টিত অবস্থায় রয়েছেন বলে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে।

বৃহস্পতিবার রাতে মালদ্বীপে অবতরণ করা জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব ফার্নান্দেস তারানকো বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ নাশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ’

এদিকে নাশিদকে কখন গ্রেফতার করা হবে সে বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে রাজি হননি দেশটির পুলিশ কমিশনার আবদুল্লাহ রিয়াজ। নবগঠিত অন্তর্বর্তী সরকারও এ ব্যাপারে কিছু বলা থেকে বিরত থাকছে।

পুলিশ কমিশনার জানিয়েছিলেন, গ্রেফতারি পরোয়ানাটি সংবিধানের নির্দেশনা অনুসরণ করে কি না তা পরীক্ষা করে দেখছে পুলিশ।

প্রতিনিধি দলের সদস্য ফার্নান্দেস তারানকো বলেন, ‘উদ্ভুত পরিস্থিতির সমাধান মালদ্বীপকেই করতে হবে। বাইরের শক্তির চাপে কোনো সমাধান গ্রহণযোগ্য হবে না। ’

এর পাশাপাশি বিবদমান সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারানকো।

এদিকে দেশটির  ফৌজদারি আদালত সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধেও একটি গ্রেফতারি পরোওয়ানা জারি করেছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে নাশিদের দলের একজন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।