নয়াদিল্লি: ২০০৩ সালে মুম্বাইয়ে সংঘটিত বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ভারতীয় মুসলিমের মৃত্যুদণ্ড বহাল রেখেছে বোম্বে হাইকোর্ট। ২০০৩ সালে মুম্বাইয়ে জোড়া বোমা বিস্ফোরণে ৫২ জন নিহত হয়।
বিতর্কিত সন্ত্রাসবিরোধী আইন প্রিভেনশন অব টেরোরিজম অ্যাক্ট বা পোটা’র আওতায় ভারতের নিম্ন আদালত বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে ৪৬ বছর বয়স্ক গাড়ি চালক হানিস সাইদ, তার স্ত্রী ফাহমিদা এবং ৩২ বছর বয়স্ক অপর অভিযুক্ত আসরাত আনসারিকে মৃত্যুদণ্ড দেন।
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটিতে এই প্রথম কোনো দম্পতির বিরুদ্ধে একসঙ্গে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জনকে ভারতীয় দণ্ডবিধির আওতায় ষড়যন্ত্র, হত্যা এবং হত্যাচেষ্টার দায়ে অভিযুক্ত করা হয়। সেই সঙ্গে তাদের সন্ত্রাস দমনের জন্য করা পোটা আইনের অধীনে বিস্ফোরক আইনেও দোষী সাব্যস্ত করা হয়েছে।
আদালতের অভিযোগ, এই তিনজন ২০০৩ সালের ২৫ আগস্ট জাবেরি বাজার এবং গেটওয়ে অব ইন্ডিয়ায় দু’টি ট্যাক্সিতে বোমা পেতে রাখার সঙ্গে জড়িত।
এই বিস্ফোরণে প্রায় ৫২ জন নিহত হয় এবং ১৮৪ জন আহত হয়।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২