মস্কো: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ‘র কাছে গোপন সামরিক তথ্য বিক্রির অভিযোগে রাশিয়ায় এক প্রকৌশলীকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাশিয়ার প্লেসেৎস্ক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে কর্মরত এই প্রকৌশলীকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সংক্রান্ত তথ্য সিআইএ’র কাছে পাচার করে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
রাশিয়ার গোয়েন্দা পুলিশ (এফএসবি) জানিয়েছে, উৎক্ষেপণ কেন্দ্রটিতে কর্মরত ঊর্ধ্বতন প্রকৌশলী লে. কর্নেল ভ্লাদিমির নেসতেরেতৎস্কে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত প্রকৌশলী রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা কর্মসূচির অনেক তথ্য সিআইএর কাছে পাচার করে দেওয়ার কথা স্বীকার করেছেন।
তবে রাশিয়ার গোপন পুলিশ সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস অভিযুক্ত নেসতেরেতৎস্কের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
সাম্প্রতিক সময়ে নকশাজনিত ত্রুটির কারণে রাশিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বেশ কয়েকবার বিঘ্নিত হয়েছে।
প্লেসেৎস্ক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রটি রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ‘আর্কটিক সার্কলে’ অবস্থিত। এই কেন্দ্রটি মূলত সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পাশাপাশি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কাজেও ব্যবহার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২