ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইমরান খানের র‌্যালিতে গ্রেনেড হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, ফেব্রুয়ারি ১১, ২০১২
ইমরান খানের র‌্যালিতে গ্রেনেড হামলা

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাবেক ক্রিকেটার ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টির র‌্যালিতে গ্রেনেড হামলা হয়েছে। শুক্রবারের এ হামলায় একজন নিহতসহ ১১জন আহত হয়েছেন।



খায়বার-পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ কর্মকর্তারা জানান, হামলাকারীরা পরপর দুইটি গ্রেনেড ছুড়ে মারে এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে। হামলাকারীরা এসময় ট্রাকে অবস্থান করছিল।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান খান র‌্যালি থেকে চলে যাওয়ার পরই ওই বোমা হামলা করা হয়।
 
পুলিশ কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, বোমা হামলায় একজন নিহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনই পুলিশ সদস্য। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরবর্তীতে ইমরান খান বলেন, আমি নিরাপদেই আছি। আমি র‌্যালি থেকে চলে যাওয়ার পরই হামলাটি করা হয়েছে। এটা কাপুরোষোচিত হামলা। এই ধরণের কৌশল করে একটা পার্টিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না।
 
এদিকে পুলিশ কর্তৃপক্ষ র‌্যালির ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করছে বলে পুলিশ সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।