নাঈপিদো: জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া সন্ন্যাসী সিন গামবিরাকে মুক্তি দিয়েছে মিয়ানমার সরকার। শুক্রবার সকালে গামবিরাকে ইয়াঙ্গুনে তার আশ্রম থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
মিয়ানমার কর্তৃপক্ষ জানায়, গামবিরাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই।
গত মাসে মিয়ানমারের মুক্তি দেওয়া শীর্ষস্থানীয় বন্দীদের মধ্যে তিনি একজন। আন্তর্জাতিক বিশ্বের অব্যাহত চাপের পরিপ্রেক্ষিতে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু মুক্তি পাওয়ার পরও তিনি সামরিক সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করছিলেন।
এদিকে গামবিরাকে জিজ্ঞাসাবাদের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২