ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিজ আসনে নির্বাচনী প্রচারণা চালাবেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, ফেব্রুয়ারি ১১, ২০১২
নিজ আসনে নির্বাচনী প্রচারণা চালাবেন সু চি

নাঈপিদো: মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিরোধী দলীয় নেত্রী অং সান সু চি তার নিজ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। শনিবার থেকেই এই প্রচারণা শুরু করার কথা বলে সু চি’র ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি’র পক্ষ থেকে জানানো হয়।



সু চি ইতোমধ্যেই আগামী এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে তার নিজ শহরের বাইরে দুই জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। কিন্তু তিনি এই প্রথমবারের মতো কাওহমুর রাস্তায় ভোট চাইতে বেরুবেন।
 
এনএলডি নেতা হিসেবে এই নির্বাচন সু চি’র জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কারণ দেশটিতে দীর্ঘদিন ধরে জারি থাকা সামরিক শাসন এবং তার পেছনে চীনের সমর্থন সবকিছু মিলিয়ে সু চিকে নির্বাচনে জিততে বেশ বেগ পেতে হবে বলে অনেকেই মনে করছেন।

সু চি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, আমি আশা করছি তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করবে। কিছু জায়গায় সমস্যা আছে। তবে সেগুলো অচিরেই শেষ হবে বলে আশা করছি।

ধারণা করা হচ্ছে, সু চি ইরাওয়াদে এবং দেওয়াইতে যেমন জনগণের সমর্থণ পেয়েছে কাওহমুতেও একই সমর্থণ পাবেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।