মালে: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ড. ওয়াহিদের সঙ্গে আলোচনা করতে শনিবার মালদ্বীপে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেইক।
এই সফরে মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে দেশটির নেতৃত্ব পর্যায়ে আলোচনা করবেন ব্লেক।
বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের বাইরে ব্লেক সদ্য বহিষ্কৃত প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদসহ দেশটির অন্য নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
চলতি সপ্তাহে এক ক্যু এর ভেতর দিয়ে নাশিদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে নাশিদ দাবি করেন। এছাড়াও দেশটির সুপ্রিম কোর্ট ক্যু পরবর্তীতে নাশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
তবে নতুন সরকার নাশিদের দাবি করা ক্যু এর কথা অস্বীকার করে এবং নাশিদের বিরুদ্ধো কোনো পরোয়ানা জারি করা হয়নি বলেও জানান। নাশিদ বর্তমানে রাজধানী মালেতে তার নিজ বাসভবনে অবস্থান করছেন।
এদিকে প্রেসিডেন্ট ওয়াহিদ আগাম নির্বাচন দেওয়ার কথা বলেছেন। সম্ভাব্য জোট গঠনের মাধ্যমেই নির্বাচনে দাড়াতে পারেন ড. ওয়াহিদ বলেও জানা যায়।
মালদ্বীপের অন্যতম অর্থ উপার্জনকারী ক্ষেত্র হলো পর্যটন। তবে সাম্প্রতিক রাজনৈতিক ডামাডোলে পর্যটন শিল্পে কিছুটা হলেও ঘাটতি পরেছে বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২