ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদিতে সরকার বিরোধীদের ওপর আবারো গুলি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, ফেব্রুয়ারি ১১, ২০১২
সৌদিতে সরকার বিরোধীদের ওপর আবারো গুলি, নিহত ২

রিয়াদ: সৌদি আরবে শিয়াদের সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত দুই দিনে দুই জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

রাজতন্ত্র শাসিত দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ জেলায় গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে জুহির আল সাইদ নামে একজন নিহত হয়েছেন এবং অপর তিন জন আহত হয়েছে।



তবে আন্দোলনকারীদের অভিযোগ, সরকারবিরোধী সমাবেশে পুলিশ গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরেকজন নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।

সৌদি প্রেস এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গত শুক্রবার কাতিফের আল আওয়ামিয়াতে অবৈধ সমাবেশ থেকে গুলি বর্ষণ করা হলে পুলিশও পাল্টা গুলি করে। এতে একজন নিহত হয় এবং তিন জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হযরত মুহম্মদের (সা:) জন্মবার্ষিকী উপলক্ষে শহরে শিয়া সম্প্রদায়ের লোকেরা একটি সমাবেশে জড়ো হয়। একসময় সমাবেশটি সরকারবিরোধী সমাবেশে পরিণত হয় এবং সৌদি আরবে রাজনৈতিক সংস্কার এবং অবিলম্বে সব রাজনৈতিক বন্দিকে মুক্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, রক্ষণশীল ওহাবি সুন্নি ভাবধারা প্রভাবিত রাষ্ট্র সৌদি আরবে রাজনৈতিক সভা-সমাবেশ বেআইনি।

সৌদি আরবে গত মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে সাইদেকে নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ছয় জনে।

বাংলাদেশস সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।