শ্রীনগর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক তরুণের মৃত্যুকে কেন্দ্র করে শনিবার ব্যাপক বিক্ষোভ হয়েছে।
উত্তরাঞ্চলীয় বারামুল্লা জেলায় গত শুক্রবার ভারতীয় সেনাদের গুলিতে ২২ বছর বয়সী এক তরুণ নিহত হয়।
তবে সেনাবাহিনীর দাবি, অনিচ্ছাকৃত ভাবে ছোড়া গুলিতে ওই তরুণের মৃত্যু হয়।
অপরদিকে সংবাদমাধ্যগুলো জানাচ্ছে, বারামুল্লা জেলার রাফিয়াবাদ অঞ্চলের লিসার গ্রামের বাসিন্দা আশিক হোসেইনকে শুক্রবার সকালের দিকে নিজ বাড়ির বাইরে গুলি করে হত্যা করে সেনা বাহিনী।
এই হত্যার প্রতিবাদে শনিবার বিক্ষুদ্ধ এলাকাবাসী বারামুল্লাহ-কুপওয়ারা মহাসড়ক অবরোধ করে। ক্ষুদ্ধ জনতা এসময় নিহত তরুণের লাশ দাফন করতে অস্বীকৃতি জানায় এবং ঘটনার জন্য দায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিচার দাবি করে।
এদিকে এই ঘটনার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মূখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, তার সরকার ঘটনাটি তদন্ত করে দেখবে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মূখপাত্র ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, কাশ্মীরে নিয়োজিত আধাসামরিক বাহিনী এবং পুলিশের একটি যৌথ দল ভারতবিরোধী যোদ্ধাদের উপস্থিতির খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বেলা ৯টায় সেখানে গুলি বিনিময় হয় এবং একজন বেসামরিক ব্যক্তি নিহত হয় বলে তারা খবর পেয়েছেন।
কাশ্মীরের স্বরাষ্ট্রমন্ত্রী নাসির আলম ওয়ানি এবং স্থানীয় পুলিশের মহাপরিচালক কুলদ্বীপ খোদা বারামুল্লা জেলা সদরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২