অস্ট্রেলিয়ার কাছে পরমাণু-শক্তিচালিত সাবমেরিন বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এ ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ ফ্রান্স।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বলছে, চীনকে ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে ফ্রান্স বলছে, অর্থনৈতিক ক্ষতি তাদের ক্ষোভের কারণ নয়। বরং বিষয়টি তাদের জানানো হয়নি। তাই তারা মনে করছে, এটা বিশ্বাসভঙ্গের শামিল। ফ্রান্স মনে করে, তার পেছন থেকে ছুরি মেরেছে অস্ট্রেলিয়া ও আমেরিকা।
এমন ঘটনায় ফ্রান্স এতটাই ক্ষুব্ধ যে, আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
ব্রিটেনের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের আলোচনাও স্থগিত করে দিয়েছে ফ্রান্স।
এমন ঘটনা নিয়ে সারা বিশ্বের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এরইমধ্যে উত্তর কোরিয়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, চুক্তিটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে বিপর্যস্ত করবে এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শৃঙ্খলা নষ্ট করবে।
এমন গুমোট অবস্থা হালকা করার তাগিদ অনুভব করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে কথা বলতে চেয়েছেন।
ফরাসি সরকারের মুখপাত্র জানিয়েছেন, মার্নি প্রেসিডেন্ট কথা বলতে চেয়েছেন। আগামী যে কোনো দিন এই কথা হবে।
ফ্রান্স সরকারের মুখপাত্র জানিয়েছেন, আমাদের মনে হয়েছে, এটা বিশ্বাসভঙ্গের ঘটনা। তাই আমরা এর ব্যাখ্যা চাই।
অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ফ্রান্সের প্রতি আমাদের ভালোবাসা অটুট আছে। সূত্র: রয়টার্স
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
নিউজ ডেস্ক