বেইরুত: রাজধানী দামেস্কে বন্দুকধারীদের গুলিতে একজন আর্মি জেনারেল নিহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা জানিয়েছে।
গত মার্চে সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ শুরু পর রাজধানীতে কোনো উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা এই প্রথম।
বার্তা সংস্থা সানা জানিয়েছে, শনিবার সকালে দামেস্কের কাছে রুকনোদ্দিন এলাকায় বাসা থেকে বের হওয়ার পরই বন্দুকধারীরা ব্রিগেডিয়ার জেনারেল ইসা আল খোলিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে।
আল খোলি একজন চিকিৎসক। তিনি রাজধানী দামেস্কের সামরিক হাসপাতালের প্রধান ছিলেন।
বিশ্লষকরা বলছেন, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এভাবে খুন হওয়ার অর্থ, কঠোর নিরাপত্তা জালে বেষ্টিত রাজধানীও এখন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণের নেই।
এর আগে আরেক গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর গোয়েন্দা ও সেনা কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৮ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে এই হামলার জন্য সরকার এবং বিরোধীরা পরস্পরকে দোষারোপ করছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবিতে গত মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ৫ হাজার ৪শ’ মানুষ প্রাণ হারিয়েছে বলে জাতিসংঘের হিসাব।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২