ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঘুষ কেলেঙ্কারিতে এবার মারডকের সান পত্রিকা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, ফেব্রুয়ারি ১১, ২০১২
ঘুষ কেলেঙ্কারিতে এবার মারডকের সান পত্রিকা

লন্ডন: ফোনে আড়িপাতা কেলেঙ্কারির জেরে গত বছর মিডিয়া মুঘল রুপার্ট মারডকের ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাওয়ার পর এবার একই অবস্থার সম্মুখীন হয়েছে তার আরেক পত্রিকা সান।

পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে ব্রিটেনে বহুল প্রচারিত এই পত্রিকার পাঁচ সাংবাদিকসহ আটজনকে আটক করেছে লন্ডন পুলিশ।

আটক অপর তিন জনের মধ্যে একজন সশস্ত্র বাহিনীতে কর্মরত, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত এক নারী এবং পুলিশ বিভাগে কর্মরত একজন রয়েছেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘুষ লেনদেন তদন্তের জন্য পরিচালিত অপারেশন এলভেদনের একটি অংশ হিসেবে শনিবার সকালে উল্লেখিত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সাংবাদিকদের মধ্যে অন্যতম সানের উপসম্পাদক জিওফ ওয়েবস্টার। বাকিদের মধ্যে রয়েছেন- সানের ফটোগ্রাফি এডিটর জন এডওয়ার্ড,  চিফ রিপোর্টার জন কি, বিদেশ বিষয়ক চিফ রিপোর্টার নিক পার্কার এবং রিপোর্টার জন স্টারজিস।

গ্রেপ্তার আট জনকে লন্ডন, কেন্ট, এসেক্স এবং উইল্টশায়ারের বিভিন্ন পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তারা আটকদের বসত বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। পূর্ব লন্ডনের ওয়াপিংয়ে অবস্থিত সানের পরিচালনা কর্তৃপক্ষ নিউজ ইন্টারন্যাশনালের কার্য্যালয়েও তল্লাশি চালানো হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

অপারেশন এলভেদেন ব্রিটিশ পুলিশের পরিচালিত অবৈধ ফোন হ্যাকিং এবং ঘুষ লেনদেনের বিরুদ্ধে পরিচালিত একটি তদন্ত কার্যক্রম। গত বছর নিখোঁজ ও নিহত ব্রিটিশ কিশোরী মিলি ডোওলারের মোবাইল ফোন হ্যাকড এবং পুলিশ কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ঘটনায় অভিযুক্ত হয় মারডকের নিউজ করপোরেশনের পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড।

পরে পত্রিকা বন্ধ করে দেন মারডক।
 
এই ঘটনার পর থেকে সংবাদমাধ্যমের তথ্য সংগ্রহের অধিকারের পরিধি এবং অনৈতিক পদ্ধতিতে খবর সংগ্রহ ও পরিবেশনের ব্যাপারে সোচ্চার হয়েছে ব্রিটেনের সুশীল সমাজ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।