ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মহানবীকে কটূক্তি: গ্রেপ্তার সাংবাদিককে সৌদিতে ফেরত পাঠালো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, ফেব্রুয়ারি ১২, ২০১২
মহানবীকে কটূক্তি: গ্রেপ্তার সাংবাদিককে সৌদিতে ফেরত পাঠালো মালয়েশিয়া

কুয়ালালামপুর: ইসলামের নবী হযরত মুহাম্মদকে (সা:) কটূক্তি করার অভিযোগে মালয়েশিয়ায় আটক সৌদি সাংবাদিককে সৌদি আরবে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের সঙ্গে কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকা সত্ত্বেও সৌদি জনগণের দাবির মুখে দেশটির সরকারের অনুরোধে ওই সাংবাদিককে ফেরত পাঠালো মালয়েশিয়া।



উল্লেখ্য, সাংবাদিক হামজা কাশগরিকে মহানবী হযরত মুহাম্মদের (সা:) প্রতি কটূক্তি করে টুইটারে মন্তব্য লিখেছিলেন। এর সৌদি আরবে তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়। অনেকে তাকে হত্যারও হুমকি দেয়। প্রাণ ভয়ে পালিয়ে নিউজিল্যান্ড যাওয়ার পথে গত বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে পুলিশের হাতে আটক হন তিনি।

মালয়েশিয়া পুলিশ নিশ্চিত করেছে, রোববার হামজাকে সৌদি আরবে ফেরত পাঠানো হয়েছে।

তবে মানবাধিকার গ্রুপগুলো হামজাকে সৌদি আরবে ফেরত পাঠানোর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সৌদি আরবে এরকম অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। একারণে সেখানে হামজার জীবন হুমকির মুখে পড়বে বলে তাদের আশঙ্কা।

ইসলাম ধর্মে নবী মুহাম্মদের (সা:) যে কোনো অবমাননা ইসলাম ধর্মেরই অবমাননা বলে বিবেচিত। আর সৌদি আরবের ব্লাসফেমি (ধর্মের অবমাননা) আইনে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।

মালয়েশিয়া এবং সৌদি আরবের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় সৌদি আরবের অনুরোধে হামজা কাশগরিকে ফেরত পাঠায় বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।