ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মাওবাদী-যৌথবাহিনীর লড়াইয়ে জঙ্গলমহলে বন্যপ্রাণী কমছে

রক্তিম দাশ, কলকাতা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১০

কলকাতা: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে দুই বছর ধরে চলা মাওবাদী ও যৌথবাহিনীর লড়াইয়ের কারণে এ অঞ্চলে বসবাসরত মানুষজনের দুর্ভোগের পাশাপাশি বন্যপ্রাণীর সংখ্যা কমছে। সরকারিভাবে একথা বলা হয়েছে।



কলকাতার মহাকরণে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বনমন্ত্রী অনন্ত রায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘গভীর জঙ্গলে মাওবাদীরা তাদের গোপন শিবিরে গুলি চালিয়ে ও মাইন ফাটিয়ে যে মহড়া দেয় তার শব্দে ভীত হয়ে হাতি, বাইসনসহ বিভিন্ন বন্যপ্রাণী জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছে অথবা ঢুকে পড়ছে লোকালয়ে। ’

এছাড়া  মাওবাদী ও যৌথবাহিনীর লড়াইয়ের সময় গোলাগুলিতেও অনেক প্রাণীর মৃত্যু হচ্ছে বলে জানান তিনি।

বনমন্ত্রী বলেন, ‘ রাতের বেলা বিস্ফোরণ ও গুলির শব্দে জঙ্গলমহলে বিচরণকারী ভীতসন্ত্রস্ত হাতির দল রেললাইন পার হতে গিয়ে আচমকা ট্রেনচাপা পড়ছে। তবে মারা পড়ছে বেশিরভাগই বাচ্চা হাতি। ’

একইভাবে উত্তরবঙ্গেও ট্রেনে চাপা পড়ে বেশ কিছু হাতির মৃত্যু ঘটেছে বলে জানান তিনি।

এ বিষয়ে রেল কর্তৃপক্ষকেও সতর্ক করা হচ্ছে বলে জানিয়ে অনন্ত রায় বলেন, ভারতীয় রেল এসব এলাকায় রাতে মালগাড়ি চলাচল যেন কমিয়ে দেয় সে উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়:১৭৩৪ঘণ্টা, ২৩জুন ২০১০
আরডি/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।