ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিদ্রোহী সেনাদের পলাতক নেতাকে সিরিয়ার হাতে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, ফেব্রুয়ারি ১২, ২০১২
বিদ্রোহী সেনাদের পলাতক নেতাকে সিরিয়ার হাতে সোপর্দ

ঢাকা: তুরস্কের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্র্রোহী সেনা কর্মকর্তাকে ধরে আসাদ সরকারের হাতে তুলে দিয়েছে। পরে সিরীয় সরকার ওই সামরিক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানা গেছে।



তুর্কি সংবাদ মাধ্যম জানায়, ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) প্রতিষ্ঠাতা বিদ্রোহী সামরিক কর্মকর্তা কর্নেল মুস্তাফা হরমুস গত জুনে পালিয়ে এসে তুরস্কের হাতাই প্রদেশে আত্মগোপন করেন। সিরিয়াতে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর তিনি বিভিন্ন টিভি চ্যানেলে আসাদ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা বিবৃতি দিয়ে যাচ্ছিলেন। এ কারণে আসাদ সরকারের কোপে পড়েন তিনি। তাকে ধরার জন্য এক লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে সিরীয় সরকার। এর পর গত বছরের ২৯ আগস্ট থেকে উধাও হয়ে যান হরমুস।

পুরস্কারের লোভে এই সিরীয় সামরিক কর্মকর্তাকে তুর্কি গোয়েন্দা সংস্থার (এমআইটি) কয়েকজন কর্মকর্তা জিম্মি করেছিল। এই জিম্মির সঙ্গে জড়িত থাকার অভিযোগ গত সপ্তাহে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

রোববার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই কর্মকর্তাসহ এমআইটির পাঁচ গুপ্তচরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন তুর্কি আদালত।

তুর্কি সংবাদ মাধ্যম সূত্রে আরো জানা গেছে, তুর্কি পুলিশ জিম্মির বিষয় নিয়ে অপর চারজন ব্যক্তির সঙ্গে ওই গোয়েন্দা কর্মকর্তার ফোনালাপ জানার পর থেকে তিনি আত্মগোপন করেন। তখনই পুলিশের সন্দেহ হয়।

ওই গোয়েন্দা কর্মকর্তা হরমুসকে হাতাই স্মরণার্থী শিবির থেকে গাজিয়ান্তেপ প্রদেশে অন্য একটি এলাকায় স্থানান্তরের সরকারি চিঠি জাল করেছিলেন। সেখানে হরমুসের আরো দুই সঙ্গী অবস্থান করছিলেন। কিন্তু গোয়েন্দা কর্মকর্তা হরমুসকে সিরীয় পুলিশের হাতে সোপর্দ করেন।

ফোনালাপ সনাক্ত করার পর থেকে তুর্কি পুলিশ পাঁচ মাস ধরে এই গোয়েন্দা কর্মকর্তা এবং আরো চার জনের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। গত ৩ ফেব্রুয়ারি হরমুসকে সিরিয়ার হাতে তুলে দিয়ে পুরস্কারের টাকা নিতে গোয়েন্দা কর্মকর্তা সিরিয়া যান। পুলিশ তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষায় ছিল।

সিরিয়া থেকে তুরস্কে প্রবেশের সঙ্গে সঙ্গে গোয়েন্দা কর্মকর্তাকে পুরস্কারের অর্থসহ হাতেনাতে আটক করে তুর্কি পুলিশ। তার সঙ্গে অপর চারজনকেও আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। রোববার আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

হস্তান্তরের পর কর্নেল মুস্তাফা হরমুসের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সিরিয়া সরকার।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।