ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আদালত অবমাননা: ইউসুফ রাজা গিলানি অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, ফেব্রুয়ারি ১৩, ২০১২
আদালত অবমাননা: ইউসুফ রাজা গিলানি অভিযুক্ত

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুজ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা পুনরায় চালু করার ব্যাপারে আদালতের দেওয়া আদেশ অমান্য করার কারণে সোমবার সকালে গিলানির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।



আর গিলানির বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে তাকে কারাগারে পর্যন্ত যেতে হতে পারে।

গিলানির মতে, প্রেসিডেন্ট জারদারি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। রাষ্ট্রের প্রধান হিসেবে তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা যায় না বলে গিলানির মত।

সুপ্রিম কোর্ট জানায়, জারদারির দুর্নীতি নিয়ে সুইস কর্তৃপক্ষকে চিঠি লিখতে এবং জারদারির মামলা পুনরায় শুরু করতে বলা হয়েছিল প্রধানমন্ত্রী গিলানিকে। কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও গিলানি এবিষয়ে কিছুই করেন নি।

তবে জারদারি বলেন, তিনি এই আদেশ পেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্টের বিরুদ্ধে ওই মামলা পুনরায় চালু করা অসংবিধানিক।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীর মতে, কয়েকদিনের মধ্যেই আদালত এই মামলার ব্যাপারে পদক্ষেপ নেবে।

সোমবার প্রধানমন্ত্রী গিলানি যখন হেলিকপ্টারে করে সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশ করেন তখন পুরো কোর্ট ভবন ছিল নিরাপত্তা বলয়ে আবৃত।

বিশেষজ্ঞদের মতে, এই মামলা দেশটির সরকার এবং ফৌজদারি আদালতকে মুখোমুখি দাড় করিয়ে দেবে। ধারণা করা হচ্ছে এর পেছনে রয়েছে স্বয়ং সেনাবাহিনী।

গত সপ্তাহে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে গিলানি বলেছিলেন, যদি দোষি সাব্যস্ত হই তাহলে পদত্যাগ করবো।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।