নয়াদিল্লি: পাকিস্তানে তিন দিনের এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সফরে যাচ্ছেন ভারতীয় শিল্পমন্ত্রী আনন্দ শর্মা। দুই দেশের মধ্যে বৈরি বাণিজ্যিক বৈরি সম্পর্ক কমাতে এই সফর বলে দুই দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয়।
গত বছর পাকিস্তান ভারতের সঙ্গে বিশেষ বাণিজ্যিক সম্পর্ক অনুমোদন দেয়। একই সঙ্গে ভারত সরকারও পাকিস্তানকে ওই মর্যাদা দেয়। এর আগে কাশ্মির ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বেশ খারাপ চলছিল।
আনন্দ শর্মা পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক এই সফরে আগামী তিন বছরে ছয় বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব রাখেন।
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যকার বৈরি সম্পর্ক নিরসনে এবং অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরুর এটা একটা প্রাথমিক পদক্ষেপ মাত্র।
শর্মা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা আস্থা আর বিশ্বাসের সেতু বন্ধন করতে চাই। যার মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে অনেক দুর এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আগামী তিন বছরে আমরা আমাদের বাণিজ্যিক লেনদেন দ্বিগুন করতে চাই।
পাকিস্তান ভারত থেকে আনয়নযোগ্য মোট ১৯৪৫ টি পণ্যকে অনুমোদন দিয়েছে। কিন্তু এর মধ্যে মাত্র ১০৮টি পণ্য শুধুমাত্র সরাসরি সড়ক পথে আসতে পারে। পাকিস্তান ভারত থেকে আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে চিনি, তুলা, ফিলামেন্ট এবং কেমিক্যাল।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২