ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

টুইট করার দায়ে মৃত্যুদণ্ড হতে পারে সৌদি ব্লগারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২১, ফেব্রুয়ারি ১৩, ২০১২
টুইট করার দায়ে মৃত্যুদণ্ড হতে পারে সৌদি ব্লগারের

কুয়ালালামপুর: রোববার মালয়েশিয়া ইসলামের নবী হযরত মুহাম্মদকে (সাঃ) কটূক্তি করার দায়ে এক সৌদি সাংবাদিককে সৌদি আরবে ফেরত পাঠিয়েছে। আর মহানবীকে কটূক্তি করার কারণে তার মৃত্যুদ- হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।



২৩ বছর বয়সী হামজা কাশগরি পেশায় একজন কলামিস্ট। তিনি মালয়েশিয়ায় অবস্থান কালে হযরত মুহাম্মদ (সাঃ)’কে কটূক্তি করে টুইটারে মন্তব্য লিখেছিলেন। যার কারণে সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম প্রধান দেশগুলোতে এ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া থেকে পালিয়ে নিউজিল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
 
মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ক্রিস্টোফ উইলকি বলেন, সৌদি ধর্মীয় নেতারা ইতোমধ্যেই কাশগারিকে শাস্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। মালয়েশিয়া সরকারের উচিত হয়নি তাকে এভাবে দেশে পাঠিয়ে দেওয়া।
 
মালয়েশিয়ায় নিযুক্ত কাশগরির আইনজীবি মুহাম্মদ নুর বলেন, আদালত থেকে তাকে না পাঠানোর জন্য নিষেধ করা হয়েছিল। কিন্তু তার আগেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে দেখা করতে পর্যন্ত দেওয়া হয়নি। আদালতের নির্দেশ অমান্য করে মালয়েশিয়া সরকার যা করলো তা একঅর্থে আদালত অবমাননার সামিল।

ইসলাম ধর্মে মুহাম্মদ (সাঃ)’কে অবমাননা মানে ইসলাম ধর্মকে অবমাননা বলেই বিবেচিত হয়।
 
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।